খুলনায় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা: হাত ঘড়ি , সাইন্টিফিক ক্যালকুলেটর ও এলার্ম ঘড়ি সহ অসংখ্য পুরস্কার।

টপ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট খুলনা এর পক্ষ থেকে অনলাইনে শুরু হলো ১৫ দিনব্যাপী সাধারণ জ্ঞানের কুইজ । সঠিক প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন হাত ঘড়ি , সাইন্টিফিক ক্যালকুলেটর ও এলার্ম ঘড়ি সহ অসংখ্য পুরস্কার।

২২ আগস্ট থেকে শুরু হয়ে কুইজটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই লিঙ্কে https://namenary.com/quiz/ ক্লিক করে কুইজটি খেলা যাবে।

আসুন, এক নজরে কুইজের নিয়মাবলি জেনে নিই :

১) কুইজটি খেলতে ক্লিক করুন এই লিঙ্কে https://namenary.com/quiz/

২) লিংকে ক্লিক করে নির্দিষ্ট তথ্য দিয়ে সাবমিট এ ক্লিক করতে হবে।

৩) সাবমিট এ ক্লিক করার পর কুইজ শুরু হবে।

৪) কুইজের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।

৫) প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে (ক, খ, গ, ঘ)। যে অপশনটি সঠিক মনে হয়, সেই অপশনের ওপর ক্লিক করে উত্তর দিতে হবে।

৬) কুইজের প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন ১ পয়েন্ট।

সর্বোচ্চ সঠিক উত্তরদাতারা পুরস্কার ঘোষিত হলে, তাদেরকে ফোন করে জানানো হবে ও কর্তৃপক্ষ তাদের পুরস্কার প্রদান করবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: 01909994284, 01982-450757

পুরস্কারের প্রদানের নিয়মাবলী :

১) আপনাকে ফোন করে জানানো হবে কখন এবং কোথা থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারবেন।

২) আপনি পুরস্কার ঘোষিত হলে, সেটা অবশ্যই আপনাকে টপ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর অফিস থেকে নিয়ে যেতে হবে।

৩) আপনার পুরষ্কার অন্য কেউ গ্রহণ করতে পারবে না।

৪) একজন শিক্ষার্থী মাত্র একটি মাত্র পুরস্কার পাবেন।

5) মূল আকর্ষণীয় ৩টি পুরস্কার একাধিক বিজেতা নির্ণয় হলে তা লটারির মাধ্যমে প্রদান করা হবে। তবে আপনি পুরস্কার ঘোষিত হলে অবশ্যই যে কোন একটি পুরস্কার পাবেন।

6) পুরস্কার বিতরণীতে কর্তৃপক্ষ যে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top