আজকের নামাজের সময়সূচী বাংলাদেশের সকল জেলা

সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • ভোর ৪:৩৫
  • দুপুর ১১:৫৫
  • বিকাল ১৬:১৫
  • সন্ধ্যা ১৮:০০
  • রাত ১৯:১৪

নামাজ প্রত্যেকটা মুমিন ব্যক্তির  প্রধান ইবাদত। প্রতিদিন ৫ ওয়াক্ত  নামাজ নির্দিষ্ট  নামাজের সময়সূচী পড়া প্রত্যেক মমিন মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় । নামায হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি ও অন্যতম। আল্লাহর উপর ঈমানের পর নামাযই হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই আমাদের সকলের মুমিন মুসলমানদের জন্য সঠিক ভাবে নামাজ কায়েম করা আবশ্যক। আসুন জেনে নেওয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ও মোনাজাত।

নিজের জেলায় একুরেট আজকের নামাজের সময়সূচী যেভাবে জানবেন?

নিচের ছবির মত পাশে একটি চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে বাংলাদেশের সকল জেলা চলে আসবে। এবং সেখান থেকে আপনার জেলা সিলেক্ট করতে হবে। এভাবে আপনি আপনার জেলার আজকের নামাজের সময় জানতে পারবেন।

ফজরের নামাজ ও নামাজের সময়সূচী

ফজরের ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত

আরবিতে  নিয়ত: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্বার।

বাংলায়  নিয়ত: আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবিতে নিয়ত : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত: আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে ফজরের ২ রাকাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

ফজরের নামাজের তাসবিহ হল:

  • আরবিতে : (হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।)
  • বাংলায় অর্থ: তিনি চির জীবিত ও চিরস্থায়ী।

জোহরের নামাজ ও নামাজের সময়সূচী

জোহরের নামায হচ্ছে মোট ১২ রাকাত। সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিম দিকে একটু হেলিয়ে পড়িলেই জোহরের নামাযের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং যখন কোন কিছুর ছায়া দ্বিগুণ হয়ে যায় তখন থেকে জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়।

জোহরের ওয়াক্তের ৪ রাকায়াত সুন্নত নামাজের নিয়ত হল:

আরবিতে নিয়ত: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জোহরি সুন্নাতু রাসুলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত: আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

জোহরের ওয়াক্তের ৪ রাকায়াত ফরজ নামাজের নিয়ত হল:

আরবিতে নিয়ত : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জোহরি ফারজুল্লাহি তাআলঅ মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত: আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে জোহরের ৪ রাকায়াত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

জোহরের ২ রাকায়াত সুন্নত নামাজের নিয়ত

আরবিতে নিয়ত: (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকায়াতাই সালাতিজ জোহরি সুন্নাতি রাসূলিল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত: আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে জোহরের ২ রাকায়াত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

জোহরের ২ রাকায়াত নফল নামাজের নিয়ত

আরবিতে নিয়ত: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল নাফলি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত  : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে জোহরের ২ রাকায়াত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

জোহরের নামাজের তাসবিহ

  • আরবিতে : (হুয়াল আলিইয়্যাল আজীম)
  • বাংলায় অর্থ :-তিনি শ্রেষ্ট্রতর অতি মহান।

আছরের নামাজ ও নামাজের সময়সূচী

আছরের নামায হচ্ছে মোট ৮ রাকাত। যখন কোন কোন কিছুর ছায়া দ্বিগুণ হওয়ার পর থেকে সূর্যাস্ত হওয়ার ১৫/২০ মিনিট পূর্ব পর্যন্ত আছরের নামাযের সময় থাকে এবং পড়া যায়।

আছরের চার রাকায়াত সুন্নাত নামাযের নিয়ত

আরবিতে নিয়ত: নাওয়াইত ুআন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকায়াতি সালাতিল আছরি সুন্নাতু রাসূলিল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে আছরের চার রাকায়াত সুন্নাত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

আছরের চার রাকায়াত ফরজ নামাযের নিয়ত

আরবিতে নিয়ত : নাওয়াইত ুআন্উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকায়াতি সালাতিল আছরি ফারজুল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে আছরের চার রাকায়াত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার

আছরের নামাজের তাসবিহ

  • আরবিতে : (হুয়ার রাহমা- নুর রাহীম)
  • বাংলায় অর্থ: তিনি কৃপাময় ও করুনা নিধান।

মাগরিবের নামাজ ও নামাজের সময়সূচী

মাগরিবের নামায হচ্ছে মোট ০৭ রাকায়াত। সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে পশ্চিম আকাশে গোধূলি থাকা পর্যন্ত মাগরিবের নামাযের সময় হয়। মাগরিবের ওয়াক্ত অতি স্বল্পকাল স্থায়ী।

মাগরিবের ৩ রাকায়াত ফরজ নামাযের নিয়ত

আরবিতে নিয়ত : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল মাগরিব ফারজুল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে মাগরিবের ৩ রাকায়াত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার

মাগরিবের ২ রাকায়াত সুন্নাত নামাযের নিয়ত

আরবিতে নিয়ত: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে মাগরিবের ২ রাকায়াত সুন্নাত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার

উক্ত দুই রাকায়াত সুন্নত নামায আদায় করার পর দুই রাকয়াত নফল নামাজ পড়তে হবে।

মাগরিবের নামাজর পর যে তাসবিহ পড়তে হয়।

  • আরবিতে : (হুয়াল গাফুরুর রাহীম)
  • বাংলায় অর্থ: – তিনি মার্জনাকারী ও করুণাময়।

এশার নামাজ ও নামাজের সময়সূচী

এশার চার রাকাত সুন্নত নামাজের নিয়ম

আরবিতে নিয়ত : নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকয়াতি এশায়ি সুন্নাতু রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে এশার চার রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

এশার চার রাকায়াত ফরজ নামাজের নিয়ত

আরবিতে নিয়ত : (নাওয়াইত ুআন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকয়াতি এশায়ি ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে চার রাকায়াত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

এশার দুই রাকায়াত সুন্নাত নামাজের নিয়ত

আরবিতে নিয়ত : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকায়াতি সালাতিল এশায়ি সুন্নাতু রাসুূলিল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে দুই রাকায়াত সুন্নাত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

এশার নামায পড়ে যে তাসবিহ পড়তে হয়:

  • আরবিতে : (হুয়াল্ লাতিফুল খাবীর)
  • বাংলায় অর্থ – তিনি পাক ও অতিশয় সতর্কশীল।

বেতের তিন রাকাত ওয়াজিব নামাজের নিয়ত

আরবিতে নিয়ত : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকায়াতি সালাতিল বিতরি ওয়াজিবুল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)

বাংলায় নিয়ত : আমি কেবলা মুখী হইয়া এই ইমামের পিছনে তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।

আরবিতে মোনাজাত :
আজকের নামাজের সময়সূচী

(রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাওঁ ওয়াফিল আখিরাতি হাছানাতাওঁ ওয়াকিনা আজাবান্নার। ওয়া সাল্লাল্লাহু- তাআলা আলা খাইরি খালক্বিহী মুহাম্মাদিওঁ ওয়া আ-লিহি ওয়াআছহাবিহী আজমায়ীন। বিরাহমাতিকা ইয়া আরিহামার রাহিমীন।)

পরিশেষে 

কেহ যদি কেবলা ঠিক করিতে না পারে তাহলে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য অর্থাৎ নিজের বিবেক যেদিকে কেবলা মনে করে, সেই দিকে মুখ করিয়া নামায পড়ার বিধান আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top